Thursday, March 29, 2012

Study


ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ে পড়াশোনা
ক্যাম্পাস ডেস্ক
বিশ্বব্যাপী আউটসোর্সিং কাজের ক্ষেত্রে ফ্রিল্যান্সার ডটকম, ওডেস্কসহ অন্য যেকোনো আউটসোর্সিং-বিষয়ক ওয়েবসাইটে ঢুকলে বিভিন্ন বিষয়ভিত্তিক কাজের সন্ধান পাওয়া যাবে। এখানে ফ্রিল্যান্সারদের জন্য কাজের অফার রয়েছে। তবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকা চাই।
ওয়েবসাইট, আইটি এবং সফটওয়্যার : ওয়েবসাইট, আইটি এবং সফটওয়্যার-বিষয়ক কাজ রয়েছে এখানে। সংশ্লিষ্ট বিষয়ের কাজ জানা কর্মীরা এখানে প্রায় ১৫০ ধরনের আলাদা আলাদা কাজের সন্ধান পাবেন।
মোবাইল ফোন অ্যান্ড কম্পিউটিং : মোবাইল ফোন অ্যান্ড কম্পিউটিং বিষয়ে পারদর্শীরা এখান থেকে কাজ নিতে পারেন। এখানে ফ্রিল্যান্সাররা ১৫ ধরনের কাজের সুযোগ পাবেন।
রাইটিং অ্যান্ড কনটেন্ট : যারা লেখালেখিতে বেশ দক্ষ, তারা এখানে কাজ পেতে পারেন। এখানে ৩৫ ধরনের বিভিন্ন বিষয়ভিত্তিক লেখার কাজ পাওয়া যায়।
ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার : আমাদের দেশের ফ্রিল্যান্সাররা ডিজাইনের কাজ অনেক বেশি পরিমাণে করে থাকে। এখানে সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রায় ৫৫ ধরনের কাজ পাওয়া যায়।
ডাটা এন্ট্রি : বাংলাদেশে আউটসোর্সিং জগতে সবচেয়ে বেশি হয় ডাটা এন্ট্রির কাজ। এখানে ডাটা এন্ট্রি-সংক্রান্ত ১৫ ধরনের কাজ পাওয়া যায়।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স : ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানবিষয়ক কাজের ক্ষেত্র এটি। এখানকার কাজের মধ্যে রয়েছে বেশ বৈচিত্র্য। সংশ্লিষ্ট বিষয়ের ওপর দক্ষতা অনুযায়ী এখানে প্রায় ৪৫ ধরনের কাজ পাওয়া যায়।
প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং : এখানে কাজের পরিধি কিছুটা সীমিত। পণ্যের উৎপাদনবিষয়ক বিভিন্ন কাজ থাকে এখানে। প্রায় ছয় ধরনের কাজ পাওয়া যায় এখানে।

No comments:

Post a Comment